দেশ ব্রেকিং নিউজ

শিশুদের করোনা টিকাকরণ কবে?

সেপ্টেম্বর মাসের মধ্যেই ভারতীয় শিশুদের করোনা টিকাকরণ শুরু হয়ে যেতে পারে। শনিবার সকালে এটাই জানিয়েছেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসের প্রধান ডা. রণদীপ গুলেরিয়া। এদিন সকালে তিনি জানান, আমাদের উচিত সেপ্টেম্বরের প্রথম দিকেই শিশুদের টিকা দেওয়া। ফাইজার, ভারত বায়োটেকের কোভ্যাক্সিন এবং জাইডাসের ভ্যাকসিন সেপ্টেম্বরের মধ্যেই পেতে পারে শিশুরা।

শুক্রবার মডার্নার তৈরি করোনা ভ্যাকসিন ১২-১৭ বছর বয়সিদের দেওয়ার অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। অন্য দিকে গত মে মাসে ১২-১৫ বছর বয়সিদের দেওয়ার জন্য ফাইজার-বায়োএনটেককে অনুমোদন দিয়েছিল আমেরিকা।
এখন চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল চালাচ্ছে একাধিক সংস্থা। ২–১৮ বছর বয়সিদের উপর ভারত বায়োটেকের কোভিড ভ্যাকসিন কোভ্যাক্সিনের ট্রায়াল শুরু হয়েছে ভারতে। পাটনায় এই ট্রায়াল শুরু করেছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস। দিল্লির এইমসে শুরু হয়েছে শিশুদের উপর কোভ্যাক্সিনের পরীক্ষা–নিরীক্ষা।

আমেরিকার নোভাভ্যাক্স সংস্থার তৈরি শিশুদের কোভিড টিকা কোভোভ্যাক্স ভারতে তৈরি করছে সেরাম। কোভিশিল্ডের পর এটাই সেরামের তৈরি দ্বিতীয় করোনা টিকা। পাশাপাশি, শিশুদের উপর ট্রায়াল চালানো চতুর্থ করোনা টিকা এই কোভোভ্যাক্স। করোনা রুখতে টিকাকরণে দেওয়া হচ্ছে বাড়তি জোর। তবে প্রাপ্ত বয়স্কদের জন্যে বিভিন্ন সংস্থার টিকার ব্যবহার হলেও শিশু-কিশোরদের নিয়ে রয়েছে চিন্তা।