দেশ ব্রেকিং নিউজ

সেপ্টেম্বরেই মিলবে শিশুদের ভ্যাকসিন!‌

অনুমোদন মিলেছে জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন। প্রাপ্তবয়স্কদের পর এবার শিশুদের টিকাকরণের জন্য ট্রায়ালের অনুমতি চাইল মার্কিন টিকা প্রস্তুতকারক সংস্থা। ১২ থেকে ১৭ বছর বয়সীদের টিকাকরণের জন্য পরীক্ষামূলক ট্রায়ালের অনুমতি চাওয়া হয়েছে।

মার্কিন ওষুধ প্রস্তুতকারক সংস্থার বিবৃতি, ‘‌হার্ড ইমিউনিটি অর্জন করার জন্য সমস্ত বয়সীদের উপর করোনা টিকার ট্রায়াল চালানো প্রয়োজন। সমস্ত বয়সসীমার মানুষই যাতে করোনা টিকা পান, সেই লক্ষ্যে আমরা কাজ চালিয়ে যাব।’‌

ফেব্রুয়ারি মাসেই আমেরিকায় জরুরি ভিত্তিতে প্রয়োগের অনুমতি পেয়েছিল জনসনের টিকা। এরপর সিঙ্গল ডোজের এই ভ্যাকসিন ভারতেও জরুরি ভিত্তিতে প্রয়োগের অনুমতি পেয়েছে গত ৭ আগস্ট। হায়দরাবাদের বায়োলজিকাল–ই নামক সংস্থার সঙ্গে মিলিত চুক্তিতে ভারতে এই ভ্যাকসিনের প্রয়োগ শুরু হবে।

ভারত বায়োটেক ও জাইডাস ক্যাডিলা সংস্থা ইতিমধ্যেই শিশুদের ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করা হয়েছে। সেপ্টেম্বর মাসের মধ্যেই এই ট্রায়ালের ফলাফল পাওয়া যাবে। তার ভিত্তিতেই অনুমোদন দেওয়া হবে। নয়াদিল্লির এইমসের প্রধান ডঃ রণদীপ গুলেরিয়াও জানান, সেপ্টেম্বর মাসের মধ্যেই দেশে শিশুদের টিকাকরণের জন্য দুটি ভ্যাকসিনের অনুমোদন মিলতে পারে।

উল্লেখ্য, গত দেড় বছর ধরেই স্কুল–কলেজ বন্ধ থাকায় শিক্ষা ব্যবস্থা ও শিশুদের মানসিকতার উপরও ব্যপক প্রভাব পড়েছে। তাই সংক্রমণ কিছুটা কমতেই ধীরে ধীরে ফের শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে শিশুদের টিকাকরণ অত্যন্ত জরুরি বলেই মনে করা হচ্ছে।