দেশ লিড নিউজ

বাংলা থেকে পাচার হওয়া ৪২টি শিশু উদ্ধার হল অসম থেকে

শিশুপাচার নিয়ে নানা অভিযোগ উঠতে শুরু করেছে। তার মধ্যেই পশ্চিমবঙ্গ থেকে ৭ থেকে ১০ বছরের বহু শিশুপাচারের খবর পাওয়া গিয়েছিল। কিন্তু তাদের উদ্ধারের কোনও হদিশ মিলছিল না। অবশেষে অসম পুলিশের বিরাট সাফল্য এল এই ঘটনায়। ইতিমধ্যেই বাংলা থেকে পাচার হওয়া এমন ৪২ জন শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এমনকী দুই অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়েছে অসম পুলিশ।

পুলিশ সূত্রে খবর, পাচার হওয়া প্রতিটি শিশুর বয়স প্রায় ৭ থেকে ১০ বছর। এদের প্রত্যেককেই সিকিম সীমানার কাছে পাওয়া গিয়েছে। অসমের চিরাঙ্গ জেলার একাধিক গ্রাম থেকে শিশুগুলিকে নিয়ে যাওয়া হয়েছিল সিকিম সীমানায়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আলিপুরদুয়ার হয়ে অসমে আনা হয়েছিল শিশুগুলিকে। এক মাস ধরে এই শিশুপাচারের বিরুদ্ধে অভিযান শুরু করেছিল।

জানা গিয়েছে, উদ্ধার হওয়া শিশুগুলিকে অসমের প্রশাসনিক ভবনে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের সঙ্গে কথা বলবেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। শিশুপাচার নিয়ে এদিন একটি জরুরি বৈঠকও ডেকেছেন মুখ্যমন্ত্রী। সেখানে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শিশুদের সঙ্গে কথা বলে তাদের কোথায় রাখা হবে এবং কী ভাবে ফিরিয়ে দেওয়া হবে তার বিষয়েও বিস্তর আলোচনা করবেন মু্খ্যমন্ত্রী।