জেলা ব্রেকিং নিউজ

শিশু পাচারকারী আটক

পুলিশকে ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় এখনো জ্বলছে শিশু পাচার সুযোগ পেলেই শিশু চুরি করে পাচার করে দেয় দুষ্কৃতীরা। এদিন, গোপন সূত্রে খবর পেয়ে ২ শিশু পাচারকারীকে গ্রেপ্তার করল দক্ষিন দিনাজপুর জেলা পুলিশ। পুলিশ সূত্রে খবর ধৃতরা প্রত্যেকেই কলকাতার বাসিন্দা। পাচারকারীদের মধ্যে একজন পলাতক বলে জানা গেছে। ঘটনায় প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিন দিনাজপুর জেলার পতিরাম এলাকায়। পাচারকারীদের মধ্যে রয়েছে একজন মহিলা। ধৃতদের নাম সৌরভ শিকদার এবং পিংকি মান্না। এই দু’জনকে আটক করে এদের মূল পান্ডা উপদেশ জানতে চাইছে পুলিশ। পাশাপাশি, রবিবার রাতের ওই পাচারের ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে পতিরামের রোলার মোড় থেকে ধৃতদের গ্রেপ্তার করতে আগেভাগে ওই স্থানে গা ঢাকা দেয় পুলিশ। অভিযোগ রবিবার রাতে পতিরাম মোড়ে এক শিশুকে অন্য এক ব্যক্তির হাতে তুলে দিতে গেলে তা প্রথম নজড়ে আসে পুলিশের । মুহূর্তের মধ্যে ঘিরে ফেলা হয় পাচারকারীদের। ধৃতদের মধ্যে একজন পালিয়ে গেলেও এরপরেই অভিযুক্ত ওই মহিলা ও ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে দক্ষিন দিনাজপুর জেলা পুলিশ। সম্পূর্ণ ঘটনার তদন্ত চালাচ্ছে দক্ষিণ দিনাজপুর থানার পুলিশ।