বাচ্চা চুরি করে পালানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। আর এই অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গে জনতার হাতে গণধোলাইয়ের শিকার হয় ওই যুবক। শনিবার এই ঘটনাটি ঘটেছে গাজোল থানার আটমাইল এলাকায়।
যদিও পরে ওই যুবককে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকা সুত্রে খবর, এদিন সকালে গাজোল থানার আটমাইল এলাকায় এক শিশুকে চুরি করে নিয়ে পালাচ্ছিল ওই যুবক বলে অভিযোগ।
ঠিক সেই সময় স্থানীয়রা ওই যুবককে ধরে ফেলে উত্তম-মধ্যম মারধর দেয় বলে অভিযোগ। পরে ওই যুবককে পুলিশ উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। ধৃত যুবকের কাছ থেকে বেশকিছু চাঁদির গহনা উদ্ধার হয়েছে। ধৃত যুবকের নাম-পরিচয় এখন জানা যায়নি। তবে ঘটনার তদন্তের নেমেছে পুলিশ।