জেলা ব্রেকিং নিউজ

শিশু খুন কাণ্ড! উত্তাল বিধানসভা

শান্তিনিকেতনে শিশু খুনের আঁচ পড়ল এবার বিধানসভাতেও। বুধবার বিধানসভার অধিবেশনে তুমুল হট্টগোল বাধে। প্রতিবাদে বিধানসভার অধিবেশন থেকে ওয়াক আউট করে বিজেপি বিধায়করা। বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভে ফেটে পড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গোটা ঘটনায় ওসি-কে গ্রেফতার এবং এস পি-কে ক্লোজ করার দাবি জানান তিনি। পাশাপাশি শান্তিনিকেতন শিশু খুনের ঘটনায় সিবিআই তদন্তেরও দাবি তোলা হয়। বিজেপি বিধায়কদের স্লোগানে তুমুল হই হট্টোগোল বেধে যায় গোটা বিধানসভা চত্বরে।

অন্যদিকে বুধবার বীরভূমের বোলপুরের মোলডাঙ্গা গ্রামে নিহত শিশুর পরিবারের লোকজনের সাথে দেখা করতে গিয়েছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তাকে ঘিরে ক্ষুব্ধ জনতা বিক্ষোভ দেখাতে শুরু করে। গ্রামবাসীদের দাবি, কোন রাজনৈতিক ব্যক্তিকে নিহত শিশু খুনের ঘটনায় জড়াতে দেওয়া যাবে না। পুলিশকে নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। অভিযুক্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জির দাবি পুলিশ নিষ্ক্রিয় হয়ে কাজ করছে। তৃণমূলের গুন্ডা এবং পুলিশ মিলেমিশে একাকার হয়েছে বলেই এই কাজ হয়েছে।

এই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে এই ঘটনার নেপথ্যে রয়েছে ব্যক্তিগত আক্রোশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিবমের বাবা শম্ভু ঠাকুরের সেলুনে কাজ করত এক যুবক। অভিযুক্ত রুবির সঙ্গে ওই যুবকের অবৈধ সম্পর্ক ছিল। কিছুদিন আগে ওই যুবকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতেও পাওয়া যায় অভিযুক্তকে। এরপর অভিযুক্ত রুবি ওই যুবককে বিয়ে করার দাবি জানায়। কিন্তু সালিশি সভায় ওই যুবকের পাশে দাঁড়ায় শিবম ঠাকুরের বাবা। সেই রাগেই এই খুন বলে অভিযোগ।