দেশ লিড নিউজ

রাজস্থান বিধানসভায় পাশ ‘বাল্যবিবাহ’ বিল!

আজ রাজস্থান বিধানসভায় পাশ হয়ে গেল বিতর্কিত বাল্যবিবাহ সংশোধনী বিল। ফলে এবার থেকে শিশু এবং অপ্রাপ্তবয়স্কদের বিবাহ দিলে তা রেজিস্টার করা যাবে। এবার থেকে বাল্যবিবাহ নথিভুক্তকরণ বাধ্যতামূলক করে দেওয়া হল রাজস্থানে। বিরোধী বিজেপির অভিযোগ, এই বিল পেশ করে আসলে ঘুরিয়ে বাল্যবিবাহকে স্বীকৃতি দিল কংগ্রেস সরকার। কংগ্রেস এই যুক্তি মানতে রাজি নয়।

ঠিক কী বলা হয়েছে বিলে? ওই বিলে উল্লেখ করা হয়েছে, এবার থেকে বিবাহিত দম্পতিরা কোনও এলাকায় ৩০ দিনের বেশি বসবাস করলেই, সেই এলাকায় বিবাহ রেজিস্ট্রির জন্য স্থানীয় আধিকারিকের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আর বাল্যবিহারের ক্ষেত্রে বিয়ে দেওয়ার ৩০ দিনের মধ্যে অভিভাবকদের সমস্ত নথি–সহ স্থানীয় আধিকারিকের কাছে নথিভুক্তকরণের জন্য আবেদন করতে হবে। ৩০ দিনের মধ্যে আবেদন করা হলেই সেই বিবাহগুলি নথিভুক্ত করা হবে।

এই বিষয়ে রাজস্থানের বিরোধী দলনেতা গুলাব চাঁদ কাটারিয়া বলেন, ‘‌যারা এই বিলকে হাত তুলে সমর্থন করছেন তাঁরা বিলটি পড়ে দেখেননি। এই বিলের ৮ নম্বর ধারা স্পষ্টতই বর্তমানে কার্যকর বাল্যবিবাহ আইনের পরিপন্থী। এই বিল পাশ হলে তা হবে বিধানসভার জন্য একটি কালো দিন। হাত তুলে বিলের সমর্থনে দাঁড়ানোর অর্থ হল বাল্যবিবাহ সমর্থন করা।’‌

কংগ্রেস অবশ্য বিজেপির যুক্তি মানতে রাজি নয়। বরং তাঁরা বলছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ীই বিলটি পাশ করানো হয়েছে। এতে কোথাও বাল্যবিবাহকে সমর্থনের কথা বলা নেই। বরং, বাল্যবিবাহকে নথিভুক্ত করার কথা বলা হয়েছে। আসলে ম্যারেজ সার্টিফিকেট ভীষণ জরুরি একটি নথি। নথি না থাকলে বিধবারা অনেক সরকারি সুবিধা থেকে বঞ্চিত হন।