জেলা ব্রেকিং নিউজ

লঞ্চ থেকে জলে পড়ল শিশু

রাতের অন্ধকারে মাঝ গঙ্গায় লঞ্চ থেকে শিশু পড়ে গেল। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি নদীয়ার শান্তিপুর নৃসিংহপুর কালনা ঘাটের। সূত্রের খবর, শান্তিপুর বালিয়াডাঙ্গা পান পাড়ার বাসিন্দা তারক ঘোষ ও তার স্ত্রী তাপসী ঘোষ তাদের এক বছরের কন্যা সন্তানকে নিয়ে বাড়ি ফেরার সময় ঘটনাটি ঘটেছে।

বাড়ি ফেরার উদ্যেশ্যে কালনা ঘাট থেকে লঞ্চে করে নৃসিংহপুর ঘাটে ফিরছিলেন। ফেরার সময় হঠাৎই আচমকাই মাঝ গঙ্গায় লঞ্চ থেকে শিশুটি জলে পড়ে যায় বলে জানা যায়। জলে পড়ে যাওয়ার আগে শিশুটি মায়ের কোলে ছিল বলে দাবি অন্যান্য যাত্রীদের।

এই ঘটনার পর লঞ্চে থাকা যাত্রীরা শব্দ শুনতে পান। শিশুটি লঞ্চ থেকে পড়ে যাওয়ার পরেই মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়ে শিশুটির মা ও বাবা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ যদিও লঞ্চ থেকে পড়ে যাওয়া শিশুটির এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। কিভাবে শিশুটি জলে পড়ে গেল তা নিয়ে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।