ব্রেকিং নিউজ রাজ্য

নন্দীগ্রামে বোমা ফেটে শিশুর মৃত্যু!‌

একটি বাড়ির মধ্য থাকা বোমা ফেটে মৃত্যু হয় এক শিশুর। এই ঘটনায় গুরুতর আহত হয় আরও দুই শিশু। এই ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম-১ নম্বর ব্লকের কালিচরনপুর ৯ নম্বর গ্রাম পঞ্চায়েতের যাদুবাড়িচক এলাকায়।

জানা গিয়েছে, এই এলাকার বিধায়ক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই এখানে বোনা ফেটে শিশুর মৃত্যু নিঃসন্দেহে খবরে জায়গা পেয়েছে। মৃত শিশুর নাম জাহিরুন খাতুন, বয়স আনুমানিক ৯ বছর। এদিন এলাকার তিন শিশু একটি বাড়ির মধ্য খেলতে গিয়ে একটি পাত্র পড়ে থাকতে দেখতে পায়। আর সেই পাত্র হাতে তুলতে গিয়ে বোমা মাটিতে পড়ে গিয়ে ফেটে যায়।

স্থানীয় সূত্রে খবর, গুরুতর আহত হয় তিন শিশু। স্থানীয় মানুষরা জানতে পেরে ছুটে গিয়ে তাদেরকে উদ্ধার করে প্রথমে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসাপাতালে নিয়ে যায়। তার মধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় কলকাতা নিয়ে যাওয়া হয়। আর সেখানেই মৃত্যু হয় এক শিশুর। বাকি দুজনের চিকিৎসা চলছে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসাপাতালে। কোথা থেকে বোমাগুলি এলো তা তদন্ত করে দেখছে নন্দীগ্রাম থানার পুলিশ। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।