বয়স মাত্র দু’দিন। সন্তানকে হারিয়ে বিপর্যস্ত মা রিমি ঘোষ। হাসপাতালের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন সন্তানহারা মা। কাটোয়া মহকুমা হাসপাতালের ঘটনা। এই ঘটনায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
গত ২৭ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন নদিয়ার জুরানপুরের বাসিন্দা রিমি ঘোষ। জন্ম দেন এক সুস্থ সবল সন্তানের। কিন্তু বুধবার বেলা ১২টা নাগাদ ঘটে যায় অঘটন। দুধ খাওয়ানোর সময়ে শিশুর গলায় দুধ আটকে যায়। শুরু হয়ে যায় হেঁচকি। রিমির অভিযোগ, কর্তব্যরত নার্সকে বলেও কোনও কাজ হয়নি। সন্ধ্যে পর্যন্ত চিকিৎসকের দেখা মেলেনি।
শিশুর অবস্থার অবনতি হলে তাকে এসএনসিইউতে স্থানান্তরিত করা হয়। রাতে মৃত্যু হয় শিশুটির। পরিবারের সদস্যদের দাবি, নার্সদের গাফিলতিতে মৃত্যু হয়েছে শিশুটির। সন্তানকে হারিয়ে হাসপাতালে গেটে কান্নায় ভেঙে পড়েন রিমি ঘোষ। শিশুটির বাবা প্রসেনজিৎ ঘোষের দাবি, বুকে দুধ আটকে গেলেও চিকিৎসকের অভাবে প্রাণ হারাল আমার সন্তান।
মৃত শিশুর পাশের বেডের রোগীর পরিবারের অভিযোগ, প্রসূতি বিভাগের নার্স, আয়ারা রোগীদের ঠিকমতো দেখে না। কিছু বলতে গেলে দুর্ব্যবহার করে। যদিও শিশুমৃত্যু নিয়ে নার্স-ডাক্তারের গাফিলতির কথা মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সুপার জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।