জেলা

আবার শিশু মৃত্যু মালদায়

মালদায় ফের শিশুমৃত্যুর ঘটনা। মানিকচকে জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু ৬ মাসের শিশুর। এই নিয়ে মালদায় জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হল মোট ৭ শিশুর। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে বেডের অভাব দেখা দিয়েছে। এক-একটি বেডে তিনজন করে শিশুর চিকিৎসা চলছে। এই নিয়ে চার জেলায় মোট ১৩ শিশুর মৃত্যু হয়েছে। রবিবার মৃত্যু হয় শিশুটির।

হাসপাতাল কর্তৃপক্ষের মন্তব্য, জন্ডিসেও আক্রান্ত ছিল ওই শিশু। রাতে সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসে শিশুটির পরিবার। এই নিয়ে বিগত পাঁচদিনে ৭ জন শিশুমৃত্যুর ঘটনা ঘটল। জেলা মেডিক্যালে বেশিরভাগ শিশুকেই সঙ্কটজনক অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যাচ্ছে, জ্বরের এবং তীব্র শ্বাসকষ্ট দেখা দিচ্ছে শিশুদের মধ্যে।

মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুদের জন্য বেড রয়েছে ১২০টি। অথচ গড়ে দৈনিক ৫০-৬০টি শিশু ভর্তি হচ্ছে। ফলে একই বেডে একাধিক শিশুর চিকিত্সা চলছে। বেশিরভাগ শিশুই নিউমোনিয়ায় আক্রান্ত বলে চিকিত্সকরা বলছেন। আর কিছুক্ষেত্রে দেখা দিচ্ছে এমআইএস–এর লক্ষ্মণ। এক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি জরুরি, সেটা হল তাদেরকে নতুন করে করোনা টেস্ট করা হচ্ছে। এই শিশুটি গত তিনদিন ধরে মালদার গ্রামীণ হাসপাতালে ভর্তি ছিল। অবস্থার অবনতি হওয়ায় নিয়ে আসা হয় মালদা মে়ডিক্যাল কলেজে। এমন উদ্বেগজনক অবস্থায় ভর্তি করা হ্চ্ছে শিশুদের তাতে চিকিৎসার সময়ও কম পাওয়া যাচ্ছে।

আরএস ভাইরাস কী? চিকিৎসকদের সূত্রে খবর, শ্বাসযন্ত্রের সিনসাইটাল ভাইরাস। কাশি বা হাঁচির পরে ড্রপলেটের মাধ্যমে ছড়ায়। সাধারণত শীতকালে এই ভাইরাসের সংক্রমণ বাড়ে। অত্যন্ত ছোঁয়াচে এই আরএস ভাইরাস। শিশুরাই সংক্রমিত হয় বেশি। শিশুদের এই জ্বরের চিকিৎসা করতে ইতিমধ্যে তৎপর হয়েছে মালদহ মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। শিশুরোগ বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি তৈরি করা হয়েছে। স্বাস্থ্য দফতরের সঙ্গেও কথা বলা হচ্ছে।