শুক্রবার ভোরে বেহালার ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বড়িশা হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র সৌরনীল সরকারের। বাবার সঙ্গে রাস্তা পেরোনোর সময় দ্বিতীয় শ্রেণির ওই পড়ুয়াকে ধাক্কা মারে পুরসভার একটি মাটিবোঝাই লরি। ঘটনাস্থলে মৃত্যু হয় শিশুটির। ঘটনার পর থেকে রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি বেহালা চৌরাস্তায়। মর্মান্তিক এই দুর্ঘটনার পরে বাচ্চাটির মৃতদেহ আটকে রেখে তুমুল বিক্ষোভ চলে ডায়মন্ড হারবার রোডে। উত্তেজিত জনতা সরকারি বাসে ভাঙচুর চালায়, আগুন লাগিয়ে দেয় পুলিশের ভ্যানেও।
অভিভাবকদের দাবি, পুলিশ গাফিলতির জেরেই এত বড় বিপদ হয়েছে। পুলিশের ঘুষ খাওয়ার চক্করেই বেপরোয়া গতিতে যাচ্ছিল লরিটি। এমনকি দুর্ঘটনার পরেও তাকে ইচ্ছে করে পুলিশ ধরেনি বলেও অভিযোগ ওঠে।
এই ঘটনায় রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। ক্ষোভ আছড়ে পড়ে ডায়মন্ড হারবার রোডে। শুক্রবার সকাল থেকে কার্যত অবরুদ্ধ রাস্তা। শেষমেশ উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে নামানো হয় পুলিশ বাহিনী। কাঁদানে গ্যাসও ছোড়া হয়।
এরপরে কোনা এক্সপ্রেসওয়ে থেকে পাকড়াও করা হয় বেহালার ঘাতক লরির চালককে।বেহালায় স্কুলছাত্রকে পিষে দেওয়ার পর খুব দ্রুত এলাকা থেকে পালিয়ে গিয়েছিল সে। কিন্তু শেষরক্ষা হল না। সাঁতরাগাছির কাছে কোনা এক্সপ্রেসওয়ে থেকে গ্রেফতার করা হয় ওই লরিচালককে।