রাজ্য লিড নিউজ

Child Kidnap and Murder: ঘুড়ি কিনে দেওয়ার নামে শিশু অপহরণ করে খুন

ঘুড়ি কিনে দেওয়ার নাম করে আট বছরের শিশুকে অপহরণ করে খুনের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বালুরঘাট পৌরসভা এলাকার এ.কে গোপালন কলোনি এলাকায়।

শনিবার সন্ধ্যা থেকে নিখোঁজ দীপ হালদার নামের আট বছরের ওই শিশু। গতকাল বিকেলে প্রতিবেশী এক যুবক ঘুড়ি কিনে দেয় এবং সেটা নিয়ে খেলতে যায় পাশের একটি মাঠে। সন্ধ্যা পেরিয়ে রাত্রি নামলেও বাড়ি ফেরেনি আট বছরের দীপ হালদার এর পরই খোঁজাখুঁজি শুরু করে তার আত্মীয়-স্বজনরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীপ হালদারের বাবা-মা কর্ম সূত্রে রাজ্যের বাইরে থাকেন। শিশুটি তার দিদার কাছে মানুষ। দীপ হালদারের দিদা দীপ্তি মোহন্তর অভিযোগ, স্থানীয় প্রতিবেশী মানস সিং নামের এক যুবক গতকাল ঘুড়ি কিনে দেওয়ার নাম করে তাকে ডেকে নিয়ে যায় তারপর থেকেই তার আর কোন খোঁজ পাওয়া যায়নি। ইতিমধ্যেই এই মর্মে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। এরপর এলাকাবাসী দাবি তোলেন, খুঁজে বের করা হোক অপহৃত শিশুকে। কিন্তু সন্ধ্যায় বাড়ির অদূরে একটি খাল থেকে বস্তাবন্দি অবস্থায় দীপের দেহ উদ্ধার হয়।

এদিকে বালুরঘাট থানার পুলিশ তদন্তে নেমে এলাকার একটি সিসিটিভি দেখে অভিযুক্তকে সনাক্ত করার চেষ্টা করে। পুলিশ রবিবার সন্ধ্যায় জানতে পারে, ওই শিশুটিকে বস্তাবন্দী করে অভিযুক্ত বাড়ির পাশেই একটি পরিত্যক্ত খাড়িতে ফেলে দেওয়া হয়। আর সেই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা প্রচন্ড উত্তেজিত হয়ে অভিযুক্তর বাড়ি ভাঙচুর করে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অভিযুক্ত ওই যুবক শিশু বিক্রি কারবারের সাথে জড়িত। শুধু তাই নয়, তার পরিবারের বেশ কয়েকজন এই ব্যবসার সাথে যুক্ত আছে বলে তারা জানান। এই ঘটনা জানাজানি হতেই মানস সিং থানায় গিয়ে খুনের কথা কবুল করে আত্মসমর্পণ করে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার তদন্তে নেমে এই চক্রে আর কে কে জড়িত আছে তা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।