অবশেষে ৫৫ বছর পর চিলাহাটি–হলদিবাড়ি রেলসংযোগ স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার ভারতের একটি রেলইঞ্জিন হলদিবাড়ি থেকে চিলাহাটি পর্যন্ত ট্রায়াল রান করে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সরাসরি রেল চলাচল শুরু হবে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর হাত ধরে। ২০২১ সালের সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে উৎসব পালন করবে বাংলাদেশ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই রেলপথের শুভ উদ্বোধন করেন।
জানা গিয়েছে, চিলাহাটি থেকে হলদিবাড়ি পর্যন্ত রেললাইনে সংযোগ কাজ সম্পূর্ণ হয়েছে। বাংলাদেশ–ভারত পঞ্চম রেল যোগাযোগ হিসাবে চিলাহাটি–হলদিবাড়ি রেলপথে ৭৮২/২ পিলারের পাশে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ ও বাংলাদেশের সীমান্তরক্ষী বিজিবি সদস্যদের উপস্থিতিতে রেললাইনের সংযোগ করা হয়েছে। এটা ঐতিহাসিক দিন বলে মনে করছে দু’দেশ।
উল্লেখ্য, ১৯৬৫ সালের পাক–ভারত যুদ্ধের পর ভারতের সঙ্গে তৎকালীন পূর্ববঙ্গের সকল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ৭১ সালের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। ভারতের সঙ্গে বন্ধ থাকা সকল যোগাযোগ ব্যবস্থার দ্বার একের পর এক উন্মোচন হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে। জল, সড়ক, রেল ও আকাশপথে আজ ব্যস্ত সময় পার করছে উভয় দেশ।
রেল সূত্রে খবর, চিলাহাটি–হলদিবাড়ি রেলপথে সরাসরি ট্রেন চলাচল করবে। কলকাতার শিয়ালদহ স্টেশন থেকে ট্রেন ছেড়ে বেনাপোল দিয়ে প্রবেশ করে বাংলাদেশের ওপর দিয়ে চিলাহাটি হয়ে সোজা গিয়ে হলদিবাড়ি পৌঁছবে। চিলাহাটি–হলদিবাড়ি ইন্টারচেঞ্জ লিংক চালু হলে উভয় দেশই লাভবান হবে। চিলাহাটি–হলদিবাড়ি রেললাইন বসানোর কাজ শেষ হয়েছে। বৃহস্পতিবার সোনালি স্বপ্নের বাস্তবতার ছবি ভেসে উঠল বাংলাদেশ–ভারতের আকাশে।