ব্রেকিং নিউজ রাজ্য

দিল্লি সফর বাতিল মুখ্যমন্ত্রীর

সোমবার দিল্লি সফরে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শেষমেশ দিল্লি সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী।

জানা গিয়েছে, আগামী ৮ তারিখ রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের জন্য দিল্লি সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বদলে তৃণমূলের দুই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় বৈঠকে উপস্থিত থাকবেন।

দিল্লিতে ‘এক দেশ, এক ভোট’ সংক্রান্ত বিষয়ে প্রস্তাব বিবেচনার জন্য প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটি তৈরি করা হয়েছে। ওই কমিটির ডাকা বৈঠকে যোগ দিতে একদিনের জন্য দিল্লিতে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। এক দেশ, এক ভোট’- এ বিষয়ে কার কি মত, সেটা জানানোর জন্যেই এই বৈঠকে ডাকা হয়েছিল। তবে আপাতত সেই বৈঠক যাওয়া বাতিল করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এভাবে আচমকা দিল্লি যাত্রা বাতিল করায় রাজনৈতিক স্তরে এবং প্রশাসনের মধ্যে প্রবল কৌতূহল তৈরি হয়েছে। তবে রাজ্য বাজেটের আগে তাঁর এই দিল্লি সফর বাতিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে ধারণা রাজনৈতিক মহলে।