ব্রেকিং নিউজ রাজ্য

মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা! বেতন-ভাতা বাড়ল রাজ্যের সব মন্ত্রী-বিধায়কদের

পুজোর আগে বিধায়কদের জন্য কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একধারে রাজ্যের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিধায়কদের বেতন বৃদ্ধি করল রাজ্য সরকার। বৃহস্পতিবার বিধানসভায় অধিবেশন চলাকালীন এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। যদিও বাকিদের বেতন বৃদ্ধি হলেও, নিজের বেতন অপরিবর্তিত রেখেছেন তিনি। বিধানসভায় চলছে বাদল অধিবেশন। অধিবেশনে ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী বলেন, ”দেশের বাকি রাজ্যগুলির তুলনায় আমাদের রাজ্যের বিধায়কদের বেতন সবথেকে কম। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে তাঁদের বেতন বৃদ্ধি করার।” যদিও এই বিধায়কদের মধ্যে যে তিনি পড়ছেন না তাও স্পষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত এতদিন, রাজ্যের বিধায়কদের বেতন ছিল ভাতা ছাড়া ১০ হাজার টাকা। প্রতিমন্ত্রীদের বেতন ছিল ভাতা ছাড়া ১০ হাজার ৯০০ টাকা। আর পূর্ণমন্ত্রীদের বেতন ছিল ভাতা ছাড়া ১১ হাজার টাকা। প্রত্যেকের বেতন ৪০ হাজার টাকা বাড়ানোর সিধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার থেকে প্রতি বিধায়ক পাবেন ৫০ হাজার টাকা, প্রতিমন্ত্রীরা পাবেন ৫০ হাজার ৯০০ টাকা ও পূর্ণ মন্ত্রীরা পাবেন ৫১ হাজার টাকা। এনিয়ে ২০১১ সালের পর থেকে দ্বিতীয়বার বেতন বৃদ্ধি হল বিধায়ক ও মন্ত্রীদের।