সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যে তার প্রস্তুতিও জোরকদমে শুরু করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলি নিজেদের মাটি শক্ত করতে নানান প্রস্তুতি নিচ্ছে। যদিও এই তালিকা থেকে বাদ যায়নি শাসক দল। তৃণমূল কংগ্রেসও দলীয় স্তরে একাধিক কর্মসূচি পালনে ব্যস্ত। তিনদিনের নদিয়া সফরের শেষ দিন আজ।
আজ, বৃহস্পতিবার প্রশাসনিক সভা করবেন তিনি। পাশাপাশি রানাঘাট ও কৃষ্ণনগরে দুটি কর্মী সভা করেন তিনি। তিনদিনের এই সফরে মুখ্যমন্ত্রীর ঢালাও কর্মসূচি রাখা হয়েছে।
সফরের মাঝে নবদ্বীপ ও শান্তিপুরের রাস উৎসবেও যোগ দেন মুখ্যমন্ত্রী। আজ শান্তিপুরে রয়েছে ভাঙা রাস। রাস উৎসবে যোগদান করবেন কিনা, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
বুধবার, কৃষ্ণনগর গাবতলা ময়দানে একটি সভা করেন তিনি। আজ রানাঘাট ছাতিমতলা ময়দানে প্রশাসনিক সভায় রানাঘাট ব্লক-১ বিডিওকে ডেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘মাঝে-মধ্যে সাইকেলে-রিক্সা করে ঘুরুন। ভালো লাগবে আপনার। সঙ্গে আইসিও থাকবেন।’ একই সঙ্গে বলেন, ‘আইসিডিএস, আশাকর্মীদের কাজ কেমন হচ্ছে। আর ভোটার লিস্ট ঠিক মতো হচ্ছে কি না দেখুন। এটা খুব সিরিয়াস কাজ। আপনারা তদারকি করুন।’
অন্যদিকে, নির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আজ থেকে ভোটার লিস্টে নাম তোলা শুরু হয়েছে। ধর্মীয় গোড়ামি থেকে দূরে থাকবেন। কারো নাম ভোটার লিস্ট থেকে বাদ দেবেন না।’ ডিএম-এসপি-দের নির্দেশ দিয়ে বলেন, ‘বর্ডার এলাকার মানুষদের দেখবেন। বিএসএফ দ্বারা কেউ যেন অত্যাচারিত না হয়।’