পাখির চোখ লোকসভা নির্বাচন। ঠিক তার আগেই বুধবার সাত দিনের উত্তরবঙ্গ সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, সফরের মাঝে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। যার মধ্যে অধিকাংশই সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান। লোকসভা ভোটের আগে এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষক মহলের একাংশ। মুখ্যমন্ত্রীর সফরকালে উত্তরবঙ্গে বিজনেস সামিটেরও আয়োজন করা হবে বলে সূত্রের খবর।
এদিন শিলিগুড়ি পৌঁছেই কার্শিয়াঙ-এর উদ্দেশ্যে রওনা দিয়েছে মুখ্যমন্ত্রী। সেখানে আগামী ৭ তারিখ অবধি পারিবারিক বিয়ের অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর আগামী ৮ তারিখ কার্শিয়াং, ১০ তারিখ আলিপুরদুয়ারে, ১১ তারিখ বানারহাটে এবং ১২ তারিখ শিলিগুড়িতে সভা করবেন। শিলিগুড়ির এই সভা নিয়েই উঠছে প্রশ্ন।