ব্রেকিং নিউজ রাজ্য

আম্বেদকর মূর্তির সামনে ধর্নায় মুখ্যমন্ত্রী

কেন্দ্রীয় আর্থিক বঞ্চনার প্রতিবাদে বুধবার আম্বেদকর মূর্তির সামনে ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন ঠিক দুপুর ১২টায় আম্বেদকর মূর্তির পাদদেশে উপস্থিত হন তৃণমূল সুপ্রিমো। মুখ্যমন্ত্রী হিসাবে ধর্না মঞ্চে বুধবার ও বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল ধর্না দেবেন তিনি। এদিন, মঞ্চে দেখা গিয়েছে বীরবাহা হাঁসদা, ইন্দ্রনীল সেন, জ্যোৎস্না মান্ডি, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, সুজাতা মণ্ডল,অরূপ রায় সহ একাধিক নেতা মন্ত্রীকে।

অন্যদিকে এদিনই শহিদ মিনারে সভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা র শর্তসাপেক্ষে অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। সভার জন্য বেশকিছু শর্ত দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। মঙ্গলবার দুপুরে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই মামলার শুনানিতে দীর্ঘ সওয়াল জবাবের পর বিচারপতি সভা করার অনুমতি দেন। উল্টো দিকে চলছে ডিএ আন্দোলেনকারীদের ধর্না।

আবার একই দিনে তিলোত্তমার রাজপথে নামছে বাম-কংগ্রেস। ১০০ দিনের কাজের টাকা বন্ধ করা চলবে না, এই টাকা রাজ্য সরকারকে দিতে হবে। এই ইস্যুকে সামনে রেখেই এদিন দুপুরে মৌলালির রামলীলা পার্ক থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবে বামেরা। আর এই মিছিলে যোগ দেবেন বিমান বসু, মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা। অন্যদিকে, রাজ্যের দূর্নীতির প্রতিবাদে শ্যামবাজারে কর্মসূচি বিজেপির। শ্যামবাজারে দলীয় ধর্না মঞ্চে হাজির সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী-সহ রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। কেন্দ্রের নীতির বিরুদ্ধে দিল্লিতে ধর্নায় তৃণমূল সাংসদরা।