মুখ্যমন্ত্রীর নোবেল পাওয়া উচিত। এই ধরনের ছোট পুরস্কার দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন অপমানিত করা হল ? তাঁর তো নোবেল পাওয়ার মতো যোগ্যতা, ক্ষমতা,এবং যথেষ্ট প্রতিভাও রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা অ্যাকাডেমি পুরস্কারের ঘটনায় কটাক্ষের সুর চড়িয়ে এমনই মন্তব্য করেন বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
শুক্রবার সকালে পূর্ব মেদিনীপুরের এগরার সুশীল উৎসব ভবন থেকে কিছু দলীয় কর্মীদের নিয়ে প্রাতঃভ্রমণ করেন দিলীপ ঘোষ। এরপর এগরা হাসপাতাল মোড়ে অন্যান্য বিজেপি কাউন্সিলরদের সঙ্গে চায়ে পে চর্চায় যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এদিন তিনি জানান,’ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলের লোকেদেরকে খুশি করতে বিভিন্ন পুরস্কার চালু করেছেন। যে পুরস্কারগুলো ছিল, তার আভিজাত্যও নষ্ট করেছেন। সেখানে নিজেদের লোকজন বসিয়ে নিজের নামে এবং নিজের পার্টির লোকেদের নামে সব পুরস্কার করে নিচ্ছেন। আমার তো সন্দেহ হচ্ছে এই ছোট পুরস্কার দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কে কেন অপমানিত করা হলো? তার তো নোবেল পাওয়ার মতো যোগ্যতা আছে। বাংলার সর্বনাশ হতে আর কি বাকি আছে?’
বাংলার আইন শৃঙ্খলার বর্তমান পরিস্থিতি নিয়ে দিলীপ ঘোষ বলেন, “জেলা-সহ রাজ্যের সর্বত্র চলছে নাম বন্দুকের খেলা। সর্বত্রই অরাজকতা চলছে। যতক্ষণ না তৃণমূলের ঝান্ডার তলায় মানুষ আসছে, ততক্ষণ বোমা বন্দুক নিয়ে খেলা চলছে।”
প্রসঙ্গত, রবীন্দ্রজয়ন্তীতে সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারে ভূষিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এই পুরস্কার প্রাপ্তির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ২০১৯ সালে পাওয়া ‘অন্নদাশঙ্কর’ সম্মান ফিরিয়েছেন লেখিকা ও গবেষক রত্না রশিদ বন্দোপাধ্যায়। এই পুরস্কার ঘোষণার পরেই সাহিত্য অ্যাকাডেমির বাংলা উপদেষ্টা পরিষদ থেকে ইস্তফা দিয়েছিলেন লেখক এবং সম্পাদক অনাদিরঞ্জন বিশ্বাস।