কলকাতা ব্রেকিং নিউজ রাজ্য

RG Kar কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে রাজপথে মুখ্যমন্ত্রী

RG Kar হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে পূর্বপরিকল্পতি সূচি মেনেই শুক্রবার দুপুরে পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মৌলালী থেকে হাঁটা শুরু করে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে মিছিল শেষ করে মুখ্যমন্ত্রী জানান, আগামীকাল সব ব্লকে ব্লকে মিছিল হবে ফাঁসির দাবিতে। তাঁর আরও দাবি, রবিবারের মধ্যে সিবিআই-কে তদন্ত শেষ করতে হবে।

এদিনের মিছিলে দেখা যায়, একেবারে সামনের সারিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন তৃণমূলের মহিলা সাংসদ এবং বিধায়করা। মিছিলে দেখা যায়, তৃণমূল সাংসদ জুন মালিয়া, সায়নী ঘোষ, রচনা বন্দ্যোপাধ্য়ায়, শতাব্দী রায়, মহুয়া মৈত্র৷ রয়েছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, বিধায়ক লাভলি মৈত্র, অদিতি মুন্সিরা৷

মিছিলের ব্যানারে লেখা ছিল, “মা-বোনেদের সম্মান আমাদের সকলের সম্মান।” সেই সঙ্গেই লেখা, “রাম-বাম-শ্যামের চক্রান্ত ব্যর্থ হোক।” ‘দোষীর ফাঁসি চাই’ -এই স্লোগানে মুখরিত হয় মিছিল।