দুদিনের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনই শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মাঠে সরকারি পরিষেবা অনুষ্ঠানের পাশাপাশি মাতৃভাষা দিবস পালন করা হয়। তবে এদিনের সভা থেকে রাজ্যের বিরোধীদল থেকে শুরু করে নাম না করে বিচারবিভাগকে নিশানা করেন মুখ্যমন্ত্রী।
এদিনের সভা থেকে পরিষেবা প্রদানের পাশাপাশি রাজ্যে নিয়োগ বন্ধ করতে আদালতকে প্রভাবিত করা হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ‘আদালতের একাংশকে রাজনৈতিকভাবে খসড়া তৈরি করে বলে দেওয়া হচ্ছে, চাকরিটা বন্ধ করে দাও।’ যদিও ঠিক কার দিকে তাঁর নিশানা, সেটা স্পষ্ট করেননি মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা । তারই মাঝে বিজেপির একাংশের পাশাপাশি উত্তরবঙ্গ ভাগ করা নিয়ে সরব বিনয় তামাংরা। তারই প্রতিবাদে বিনয় তামাং, অজয় এডওয়ার্ডরা মঙ্গলবার থেকে দার্জিলিং ভানু ভবনের সামনে অনশন শুরু করেছেন। সেই প্রেক্ষিতে আবার দার্জিলিং, কার্শিয়াং—পাহাড়ের দুই জেলায় বনধ ডেকেছে বিনয় তামাংরা। মঙ্গলবার শিলিগুড়ির সভায় নাম না করে বিনয় তামাংদের কড়া হুঁশিয়ারিও দেন মুখ্যমন্ত্রী। মমতা এদিন স্পষ্ট করে বলেন, ‘কোনও বনধ চলবে না। আর কেউ যদি বনধ করার চেষ্টা করেন তাহলে প্রশাসন রেয়াত করবে না।
শিলিগুড়ির সভা সরকারি সাহায্য প্রদান অনুষ্ঠান হলেও আদতে বঙ্গ ভঙ্গের ‘প্রচার ও ভাবনার’ বিরুদ্ধেই মুখ্যমন্ত্রীর বার্তা বলে মনে করছেন পাহাড়ের রাজনীতির পর্যবেক্ষকেরা। বুধবার মেঘালয়ে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। বৃহস্পতিবার ফিরবেন কলকাতায়।