সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যে তার প্রস্তুতিও জোরকদমে শুরু করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলি নিজেদের মাটি শক্ত করতে নানান প্রস্তুতি নিচ্ছে। যদিও এই তালিকা থেকে বাদ যায়নি শাসক দল। তৃণমূল কংগ্রেসও দলীয় স্তরে একাধিক কর্মসূচি পালনে ব্যস্ত। এবার তিনদিনের নদিয়া সফরে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর,সেখানে প্রশাসনিক সভা করবেন তিনি। এর পাশাপাশি রানাঘাট ও কৃষ্ণনগরে দুটি কর্মী সভা করার কথাও রয়েছে তাঁর। তিনদিনের এই সফরে মুখ্যমন্ত্রীর ঢালাও কর্মসূচি রয়েছে বলেই জানা গিয়েছে। এদিকে আগামী ৮ তারিখ থেকে নবদ্বীপ ও শান্তিপুরের রাস উৎসব শুরু হচ্ছে। আর ১০ তারিখে শান্তিপুরে রয়েছে ভাঙা রাস। তার মধ্যেই মুখ্যমন্ত্রীর এই সফর নদিয়াতে। যদিও মুখ্যমন্ত্রী রাস উৎসবে যোগদান করবেন কিনা সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
জানা গেছে, ৮ নভেম্বর মুখ্যমন্ত্রী নদিয়া যাবেন। ৯ নভেম্বর কৃষ্ণনগর গাবতলা ময়দানে একটি সভা করার কথা রয়েছে তাঁর। এরপর ১০ নভেম্বর রানাঘাট ছাতিমতলা ময়দানে প্রশাসনিক সভা করবেন তিনি।
এ প্রসঙ্গে কৃষ্ণনগর সাংগঠনিক তৃণমূল জেলা সভাপতি তথা নাকাশিপাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক কল্লোল খাঁ বলেন, “আপাতত ৮ নভেম্বর মুখ্যমন্ত্রীর আসার কথা নদিয়ায়। ৯ নভেম্বর কৃষ্ণনগর গাবতলা ময়দানে প্রকাশ্য জনসভা করার কথা। সেদিনই নবদ্বীপে রাসযাত্রার বিসর্জন রয়েছে। সেখানে যাবে কিনা এখনও ঠিক নেই। পরদিন অর্থাৎ ১০ নভেম্বর রানাঘাট ছাতিমতলা ময়দানে প্রশাসনিক সভা করার কথা রয়েছে।”