২৯ নভেম্বর মঙ্গলবার থেকে দু’দিনের জন্য হিঙ্গলগঞ্জ-সুন্দরবন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করবেন প্রশাসনিক বৈঠকও। মঙ্গলবারই হিঙ্গলগঞ্জের কালীতলায় একটি প্রকাশ্য জনসভা করার কথা রয়েছে তাঁর। পাশাপাশি মুখ্যমন্ত্রী কালীতলায় জনসভা করার পর সেখান থেকে যাবেন টাকিতে।
এদিকে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ইছামতী পাড়ের শহর টাকি। বেশকিছু নতুন পরিকাঠামোও গড়া হয়েছে। প্রশাসন সূত্রে খবর, টাকির এরিয়ান ক্লাবের মাঠে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামবে। মুখ্যমন্ত্রীর এই সফর নিয়ে টাকিবাসীর প্রত্যাশাও কম নয়।
পর্যটনকেন্দ্র হিসেবে টাকি যথেষ্ট পরিচিত নাম। কিন্তু এলাকার মানুষের আশা, মুখ্যমন্ত্রী এসে টাকিকে কেন্দ্র করে বড় কোনও পর্যটন প্রকল্পের কথা ঘোষণা করবেন। যাতে কর্মসংস্থানের সমস্যা অনেকটা মিটে যায়। শুধু পর্যটন প্রকল্পের ঘোষণা নয়, অনেকে মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বসিরহাটকে নতুন জেলা হিসেবেও ঘোষণা করতে পারেন। সফর ঘিরে টাকি ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাছে অবস্থিত হওয়ায় নিরাপত্তা নিশ্ছিন্দ্র করতে ইছামতী নদীতে পুলিশ লঞ্চ নিয়ে টহল দিচ্ছে।