ব্রেকিং নিউজ রাজ্য

প্রশাসনিক ক্ষেত্রে অভিজ্ঞতাকে কাজে লাগানোর পক্ষে বাংলার মুখ্যমন্ত্রী

প্রশাসনিক ক্ষেত্রে অভিজ্ঞতাকে কাজে লাগানোর পক্ষে বাংলার মুখ্যমন্ত্রী। কারও ষাট বছর বয়স হয়ে গেলেই তিনি ব্রাত্য নন, এদিন গঙ্গাসাগরে সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷

এ দিন গঙ্গাসাগরে রাজ্যের প্রাক্তন দুই আইএএস অফিসার এইচ কে দ্বিবেদী এবং আলাপন বন্দ্যোপাধ্যায়কে অবসরের পরেও রাজ্য সরকারের হয়ে কাজ করার প্রসঙ্গে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

এদিন মুখ্যমন্ত্রী বলেন, “যাঁরা যোগ্য লোক তাঁদের আমরা ৬০ বছর হলেই বিদায় দিই না৷ অভিজ্ঞতাকে কাজে লাগাই৷ দ্বিবেদী চিফ সেক্রেটারি ছিল৷ আলাপনও মুখ্যসচিব পদে ছিল৷ এখন গোপালিকা রয়েছে৷ তিনজনকেই আমরা এক জায়গায় আনতে পেরেছি৷ এটা কিন্তু রাজ্য সরকারের একটা বড় কাজ৷”