করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে। তাই বিধিনিষেধ উঠল। এবার ব্যাঙ্ক খোলা থাকবে তার স্বাভাবিক সময় মেনেই। পানাগড়ে এক পলিফিল্ম কারখানার শিলান্যাস অনুষ্ঠানে তা ঘোষণা করলেন মমতা বন্দ্যেপাধ্যায়। নবান্নের তরফের বিজ্ঞপ্তি দিয়ে তা জানিয়ে দেওয়া হল। অর্থাৎ সকাল ১০টা থেকে এবার বিকেল ৪টে পর্যন্ত চলবে ব্যাঙ্কের কাজকর্ম।
পানাগড়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বিপুল সাড়া মিলেছে। একদিন দেড় কোটি মানুষ ওই প্রকল্পের জন্য আবেদন করেছেন। এছাড়া সরকারের বিভিন্ন প্রকল্পের কাজ হচ্ছে ব্যাঙ্কের মাধ্যমে। লক্ষ্মীর ভান্ডারের টাকাও দেওয়া হবে ব্যাঙ্কের মাধ্যমে। তাই ব্যাঙ্কের কাজের সময়সীমা আগের মতে করে দেওয়া হল।’
উল্লেখ্য, গত ১৬ মে রাজ্য সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় ব্যাঙ্কের কাজকর্ম সকাল ১০টা থেকে ২টোর মধ্যে শেষ করতে হবে। পাশাপাশি শনিবার ব্যাঙ্ক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। মমতার নির্দেশে এবার সেই নিয়মে বদল আসতে চলেছে। সকাল ১০টায় ব্যাঙ্কের কাজ শুরু হয়ে তা শেষ হবে বিকেল চারটেয়। বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে এই নিয়ম।