প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা বৈঠকে আমন্ত্রিত সব রাজ্যের মুখ্যমন্ত্রী। বলাই বাহুল্য সেই বৈঠকে আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আগামী মাসেই দিল্লিতে অনুষ্ঠিত হবে নীতি আয়োগের বৈঠক।
সূত্র মারফত জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগস্টের প্রথম সপ্তাহেই তাঁর দিল্লি যাওয়ার কথা। নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্তই চূড়ান্ত হয়নি বলে জানা গিয়েছে।
এই মুহূর্তে সংসদে বাদল অধিবেশন চলছে। ১৩ আগস্ট পর্যন্ত চলবে অধিবেশন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যেতে পারেন সংসদ ভবনেও। এছাড়া দিল্লির বিরোধী নেতৃত্বের সঙ্গেও দেখা করতে পারেন মুখ্যমন্ত্রী, এমন জল্পনাও শোনা যাচ্ছে। এছাড়া আলাদাভাবে প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা হতে পারে মুখ্যমন্ত্রীর। অধিবেশন চলাকালীন বাংলার মুখ্যমন্ত্রীর দিল্লি যাওয়া খুব একটা নতুন কিছু নয়। তবে নীতি আয়োগের বৈঠক তাঁর উপস্থিতি বর্তমান পরিস্থিতিতে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ।
দিল্লিতে সংসদের অধিবেশন চলাকালীন প্রায় প্রতিবছরই সংসদ ভবনে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিরোধী দলের একাধিক সাংসদের পাশাপাশি জাতীয় রাজনৈতিক মহলের একাধিক ব্যক্তিত্বের সঙ্গেও তাঁর সাক্ষাৎ হয়ে থাকে।