ব্রেকিং নিউজ রাজ্য

ব্রিজ ও রাস্তা উদ্বোধনে মুখ্যমন্ত্রী

দীর্ঘ প্রতীক্ষার অবসান! মঙ্গলবার, বীরভূমের বাহিনা মোড় থেকে মুর্শিদাবাদের কান্দি পর্যন্ত দীর্ঘ ২২.৩৫ কিমি রাস্তা ভার্চুয়ালি উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বীরভূমের লাভপুরে কুঁয়ে নদীর ওপর লাঘাটা ব্রিজটিও এদিন ভার্চুয়াল মোডে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। জানা গিয়েছে, লাভপুরের লাঘাটায় অবস্থিত এই সেতুটি আহমেদপুর, কীর্ণাহার, রামজীবনপুরের মত বিস্তীর্ণ অঞ্চলকে সংযুক্ত করবে।

লাভপুরে কুঁয়ে নদীর ওপর দিয়ে যে রাস্তা এতদিন সম্প্রসারিত ছিল তা প্রত্যেকবার বর্ষার সময় জলে নিমগ্ন থাকে। যার ফলে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যেত বীরভূমের একাংশের যান চলাচল। এমনকি অসুবিধায় পড়তেন সিউড়ি, কীর্ণাহার, বর্ধমান জেলার বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দারা। রাস্তার এই অবস্থা দেখার পরই পুরো বিষয়টা জানানো হয় মুখ্যমন্ত্রীকে। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। যার পর থেকে ওই অঞ্চলে শুরু হয় সেতু নির্মাণের কাজ ।

এছাড়াও পানাগড়-ইলামবাজার পর্যন্ত দীর্ঘ ২২ কিমি রাস্তা অজয় নদের ওপর দিয়ে বিস্তৃত। এদিন অজয়নদের উপর ৫৮৬ মিটার দীর্ঘ ২ লেন বিশিষ্ট একটি সেতুর উদ্বোধন হয় বীরভূমে। যা বীরভূম জেলার সঙ্গে পার্শ্ববর্তী বিভিন্ন জেলাগুলোর সংযোগ স্থাপন করবে বলে জানা গিয়েছে। এছাড়াও এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরো বিশিষ্ট জনেরা।