ব্রেকিং নিউজ রাজ্য

CM Mamata Banerjee: প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী

সোমবারের পর মঙ্গলবারও ঢালাও কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পুরুলিয়ায় কর্মীসভা, সেখান থেকেই বাঁকুড়ার রবীন্দ্রভবনে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী। একুশের বিধানসভা নির্বাচনে জয়লাভের পর এই প্রথম বাঁকুড়া সফরে মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই প্রস্তুতি ছিল তুঙ্গে। সোমবারই পুরুলিয়ার বৈঠকে জেলা প্রশাসনের কর্মকর্তাদের বেশকিছু কাজে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার বাঁকুড়ায় সেই একইভাবে বেশ কিছু প্রশাসনিক কর্তাদের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। সরকারি টেন্ডারগুলিতে এত দেরী হয় কেন ? বৈঠক চলাকালীনই ফের একবার কাজে ঢিলেমি নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি নির্দেশ দিয়ে বলেন, ‘কেউ কেউ যদি ভেবে থাকেন ঘনঘন ডিএম-এসপি চেঞ্জ করব, তা ভুল ভাবনা। ডিএম-এসপির সঙ্গে কাজ করতে হবে।’

এদিনের বাঁকুড়ার বৈঠকেও কৃষকদের সমস্যাগুলিকে তুলে ধরেন তিনি। বৈঠক চলাকালীন বেশ কয়েকটি অভিযোগপত্রও নিজেই পড়েন মুখ্যমন্ত্রী। সমস্যাগুলি সঠিকভাবে সমাধানের জন্য লাল-হলুদ-সবুজ খাতা তৈরির নির্দেশ দেন তিনি। এদিন বৈঠক থেকেই বাংলার ডেয়ারি শিল্প প্রসারে উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী। আগামী দিনে শহরের প্রতিটি ওয়ার্ডেই ডেয়ারি স্টল তৈরির কথা জানান তিনি।

কিষান মান্ডিতে ধান কেনায় বিস্তর গরমিলের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কিষান মান্ডিতে সিসিটিভি লাগাতে হবে। সেগুলো সচল থাকছে কি না তার দিকেও নজর রাখতে হবে। ধান বিক্রির মেশিনগুলি নিয়মিত পরীক্ষা করতে হবে। প্রয়োজনে কলকাতা থেকে সার্টিফাই করিয়ে আনতে হবে।

উল্লেখ্য, অন্যদের ওপর নির্ভরতা কমিয়ে নিজের রাজ্যের উৎপাদনের ওপর বেশি জোর দেন মুখ্যমন্ত্রী। বুধবারও বাঁকুড়াতে কর্মী সম্মেলন রয়েছে মুখ্যমন্ত্রীর।