বুকের ব্যাথা নিয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি হলেন মুখ্যমন্ত্রীর ভাই গণেশ বন্দ্যোপাধ্যায়। কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়েছে তাকে। রবিবার বিকেলে ভাইকে দেখতে এসএসকেএম হাসপাতালের যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে চিকিৎসকদের সঙ্গে কথাও বলেন তিনি। এরপর এসএসকেএম হাসপাতালের অধ্যক্ষের সঙ্গেও কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
হাসপাতাল সূত্রে খবর, আইসিইউ-তে ভর্তি রয়েছেন মুখ্যমন্ত্রীর ভাই। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। চিকিৎসক সরোজ মণ্ডলের তত্ত্বাবধানে রয়েছেন মুখ্যমন্ত্রীর ভাই।
অন্যদিকে, সোমবার প্রশাসনিক বৈঠকের উদ্দেশ্যে দুপুরের শতাব্দী এক্সপ্রেসেই জেলা সফরে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। সোমবার মালদহ পৌঁছে রাতে সেখানেই থাকবেন তিনি। মঙ্গলবার গাড়ি করে সড়কপথে যাবেন রায়গঞ্জের কর্ণজোড়ায়। সেখানে দুটি প্রশাসনিক বৈঠক করবেন তিনি। প্রসঙ্গত, ৬, ৭, ৮, ৯ তারিখ মালদহ, রায়গঞ্জ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, নদীয়া ও মুর্শিদাবাদে প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে। ৯ ডিসেম্বর কৃষ্ণনগর রয়েছে প্রশাসনিক বৈঠক। আগামী ৯ ডিসেম্বরই নবান্নে ফিরে আসার কথা তৃণমূল সুপ্রিমোর।
ঘূর্ণিঝড় ‘জাওয়াদে’র প্রভাবে দক্ষিণবঙ্গে দুর্যোগ। আর সে কারণেই সফরসূচী বদল করে হেলিকপ্টারের পরিবর্তে ট্রেনে মালদহে যেতে পারেন মুখ্যমন্ত্রী।