জেলা ব্রেকিং নিউজ

স্বজনহারাদের পাশে দাঁড়াতে বৃহস্পতিবার এগরায় মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার এগরা যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খাদিকুলে বিস্ফোরণস্থলের পাশাপাশি স্বজনহারাদের সঙ্গেও কথা বলতে পারেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে ভয়াবহ বিস্ফোরণের ফলে দল এবং প্রশাসন সম্পর্কে এলাকার মানুষের মনে যে ক্ষত তৈরি হয়েছে, তাতে প্রলেপ দিতেই এগরা যাচ্ছেন মুখ্যমন্ত্রী এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল।

প্রশাসন সূত্রে খবর, হেলিকপ্টারে সেখানে পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা করবেন নিহতদের পরিজনদের সঙ্গে। বিস্ফোরণের প্রায় ২ সপ্তাহ পর খাদিখুলে যেতে চলেছেন মমতা।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর সফরের ইঙ্গিত পাওয়ার পরেই অস্থায়ী হেলিপ্যাড তৈরির শুরু হয়েছে। খাদিকুল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে আলিপুর গ্রামের ফাঁকা মাঠে সেই হেলিপ্যাড তৈরি করা হবে। মঙ্গলবার সেই জায়গাটি পরিদর্শনও করেন জেলা প্রশাসনের আধিকারিকেরা। মুখ্যমন্ত্রী ঘুরে দেখতে পারেন বিস্ফোরণস্থল। খাদিকুল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেই দিকেই নজর সবার।

এগরার খাদিকুলে ভানু বাগের বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয় ১০ জন নিরীহ গ্রামবাসীর৷ পরে ওড়িশার হাসপাতালে মৃত্যু হয় ভানু বাগেরও। তা নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে যায়৷ বিস্ফোরণের ভয়াবহতার নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এই ঘটনার পর রাজ্যের বিভিন্ন এলাকায় বেআইনি বাজি তৈরি রুখতে তৎপর হয়েছে প্রশাসন।

আর কাল বিলম্ব না করে বৃহস্পতিবার ঘটনাস্থলে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও নবান্নের তরফ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে জেলা প্রশাসনের তরফে মুখ্যমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চত করা গিয়েছে। একইসঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতা তথা রাজ্যের কারামন্ত্রী অখিল গিরিও জানিয়েছেন, মুখ্যমন্ত্রী এগরা আসছেন।