ব্রেকিং নিউজ রাজ্য

গঙ্গাসাগর নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী

করোনা সংক্রমণ ফের বাড়তে শুরু করে দিয়েছে৷ এমত অবস্থায় গঙ্গাসাগর মেলা নিয়ে সতর্ক প্রশাসন৷ ১০টি অস্থায়ী দমকল কেন্দ্রও প্রস্তুত করা হচ্ছে৷ ৬ দিনে ৭০টি ট্রেন চলানো হবে৷ ২৪ ঘণ্টা খোলা রাখা হবে কন্ট্রোল রুম৷ ১০৫০ সিসিটিভি-র মাধ্যমে চলবে মেলা প্রাঙ্গনের নজরদারি৷ বলা হয়েছে, গঙ্গাসাগরে দুর্ঘটনা রুখতে ভলেন্টিয়ার নিয়োগ করা হবে৷ বিপর্যয় মোকাবিলা বাহিনী রাখার পরামর্শও দেওয়া হয়েছে৷

গঙ্গাসাগর নিয়ে জরুরি বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বলা হয়েছে, ময়দানে অরটিপিসিআর টেস্ট করার কথা৷ ৬০০ বেডের করোনা হাসপাতাল প্রস্তুত রাখা হচ্ছে৷ ১১টি কোয়ারেন্টাইন সেন্টার রাখা হচ্ছে৷ গঙ্গাসাগরে থাকবে ৫টি সেফ হোম৷ অন্যদিকে, মেলা প্রাঙ্গন পরিষ্কার রাখার জন্য ১০ হাজারের বেশি শৌচালয় করা হবে৷ গঙ্গাসাগর মেলার আয়োজনেও কোনও খামতি রাখতে নারাজ নবান্ন। আগে থেকেই জারি করা হয়েছে বিধিনিষেধ। নতুন সুবিধার কথাও ঘোষণাও করা হয়েছে। পৌষ সংক্রান্তির দিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ গঙ্গাসাগরে পুণ্যস্নান করতে আসেন৷ পুণ্য লাভের আশায় শুধু রাজ্যেরই নয়, ভিন রাজ্যের বাসিন্দারাও আসেন। আসেন সাধু, সন্ন্যাসীরা।

করোনা আবহে গঙ্গাসাগর মেলার আয়োজন সরকারের কাছে বড় চ্যালেঞ্জ। গঙ্গাসাগরের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে যাবেন মুখ্যমন্ত্রী স্বয়ং৷ আগামীকালই তিনদিনের সফরে গঙ্গাসাগর যাবেন মুখ্যমন্ত্রী৷ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন প্রতিটি বিষয়ের উপর নজর রাখছে৷ এবার গঙ্গাসাগর মেলার জন্য বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে৷ করোনা বিধি মেনে পুন্যার্থীরা যাতে পুণ্য অর্জন করতে পারেন, সেদিকে নজর রয়েছে প্রশাসনের।