রাজ্য লিড নিউজ

বিনিয়োগ আনতে বিদেশ সফরে মুখ্যমন্ত্রী, দুবাই ছুঁয়ে যাবেন স্পেনে

বিদেশ সফরে রওনা হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালেই কলকাতা থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। জানা গিয়েছে, সেখান থেকে তিনি যাবেন স্পেনে।

সবমিলিয়ে ১১ দিনের বিদেশ সফরে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী। কলকাতা থেকে প্রথমে তিনি যাবেন দুবাইয়ে। সেখানে বাণিজ্য সম্মেলনে যোগ দেবেন। স্থানীয় শিল্পপতিদের সঙ্গে একাধিক বৈঠক করবেন। বাংলায় বিনিয়োগের আহ্বান জানানোর পাশাপাশি সে দেশের শিল্পপতিদের আসন্ন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে উপস্থিত থাকার জন্যও আমন্ত্রণ জানাবেন।

জানা গিয়েছে, প্রবাসীদের সঙ্গে বৈঠকও করবেন মুখ্যমন্ত্রী। পরে দুবাই থেকে উড়ে যাবেন স্পেনের রাজধানী মাদ্রিদে। স্পেনে বসবাসকারী অনাবাসী ভারতীয়দের সঙ্গেও আলাদা করে বৈঠক করবেন তিনি।

মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন রাজ্যের একাধিক শিল্পপতি এবং উচ্চপদস্থ সরকারি আধিকারিকরা। এছাড়াও আছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং কলকাতা ময়দানের তিন প্রথম সারির ফুটবল দল ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহমেডান ক্লাবের কর্মকর্তারা।