CM of West Bengal distributed food to rickshaw pullers today.
রাজ্য

খাবার তুলে দিলেন মুখ্যমন্ত্রী

করোনার প্রকোপে সারা রাজ্যের মানুষ যখন ঘরবন্দি, খাবার নিয়ে দুশ্চিন্তায় রাত কাটাচ্ছেন মানুষজন, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পথেই মানুষের পাশে থাকতে দেখা যাচ্ছে। শুক্রবার বিকেলে আলিপুরে ৩০০ জন রিকশা চালককে নিজের হাতে খাবারের প্যাকেট বিলি করলেন মুখ্যমন্ত্রী। তারপর কালীঘাটে গিয়ে সেখানে অস্থায়ী নাইট শেল্টারে আশ্রয় নেওয়া অসহায় মানুষদের হাতে তুলে দেন চাল, ডাল, আলু, তেল, নুনের প্যাকেট।
তিনি জানিয়ে দিচ্ছেন, মমতা বেঁচে থাকতে না খেয়ে মরতে হবে না কাউকে। শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠক সেরেই তিনি বেরিয়ে পড়লেন কলকাতার পথে। ফুটপাথবাসীদের মধ্যেও খাবার বিলি করেন মুখ্যমন্ত্রী। মুখে বললেন, চিন্তা করতে হবে না কাউকে। খাবারের ব্যবস্থা হবেই। সঙ্গে বুঝিয়ে দেন সোশ্যাল ডিস্ট্যান্সিংয়ের গুরুত্ব। করোনাভাইরাসের কারণে সারা দেশে আগামী ১৪ এপ্রিল মধ্যরাত পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। সমর্থন করেছে সব রাজ্যগুলোর সরকারই। লকডাউনের ফলে কলকারখানা, দোকানপাট, বড় মল বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীনতা চাগাড় দিয়েছে।
মুখ্যমন্ত্রী কেন পথে নামছেন?‌ তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিজেপি’‌র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কিন্তু তাঁর সেই পথে নামা যে এই মুহূর্তে রাজ্যের মানুষের জন্য ভীষণভাবে কাজে লাগছে তা বলছেন অধিকাংশ মানুষই। বৃহস্পতিবার বিকেলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় প্রথমে যান বড়বাজারের পোস্তা বাজারে। মূলত পাইকারি মার্কেট, আলু–পেঁয়াজ–আদা–রসুনের জন্য পোস্তা বাজার বিশেষভাবে উল্লেখযোগ্য। এই অবস্থায় দৈনিক রোজগারের উপর নির্ভরশীল মানুষরা যাতে অভুক্ত না থাকে সেকারণেই এই পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী।