গঙ্গাসাগরে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী
নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে করোনার নতুন প্রজাতি ওমিক্রন। রাজ্যের ১০ জনের শরীরে বাসা বেঁধেছে এই স্ট্রেন। সাগরের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে জানিয়ে দিলেন,পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনে ফের বন্ধ করা হতে পারে স্কুল-কলেজ।
মঙ্গলবার গঙ্গাসাগরে গিয়ে মুখ্যমন্ত্রী পুজো দিয়েছেন কপিলমুনির আশ্রমে। আজ সাগরে দক্ষিণ ২৪ পরগনার প্রশাসনিক বৈঠক সারলেন তিনি। সেখানে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। ওমিক্রন থেকে বাঁচতে প্রত্যেককে সতর্ক হওয়ার পরামর্শও দেন তিনি।
এরপরই পরিস্থিতি বিবেচনা করে কনটেনমেন্ট জোন করার পরামর্শ দেন। তবে বছরের শেষ ও নতুন বছরের শুরুতে রাজ্যবাসীর বিভিন্ন প্ল্যান থাকে। সেই কারণে ৩ জানুয়ারি থেকে কনটেনমেন্ট জোন করার কথা বলেন তিনি। পাশাপাশি প্রয়োজনে ফের অফিস-কাছারির ক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোমে জোর দেওয়ার কথাও বলেন। প্রয়োজনে লোকাল ট্রেন নিয়ে ভাবনা চিন্তা করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তবে গঙ্গাসাগর মেলার আগে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন তিনি।
এখনও পর্যন্ত ১০৯টি দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন। ভারতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮১।
মমতা বলেন, ‘করোনার তৃতীয় ঢেউ এসে গিয়েছে। যদি স্কুলে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে সেক্ষেত্রে ফের বন্ধ করা হতে পারে স্কুল। একই সিদ্ধান্ত নেওয়া হতে পারে কলেজ-সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নিয়েও।’