মঙ্গলবার ছত্তিশগড় ও মিজোরামে চলছে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। এদিন সকাল ৭ টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। এই দুই রাজ্যের ভোট দিয়েই ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন শুরু হল। ছত্তিশগড় ও মিজোরামে ভোট শুরুর প্রথম দু-ঘণ্টার মধ্যে অর্থাৎ বেলা ৯টা পর্যন্ত রেকর্ড ভোট পড়েছে। ছত্তিশগড়ে ৯.৯৩ শতাংশ এবং মিজোরামে ১৭.১৮ শতাংশ ভোট পড়েছে।
ছত্তিশগড়ে দু-দফায় ভোট হচ্ছে। প্রথম দফায় মঙ্গলবার মোট ২০টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। এই কেন্দ্রগুলির মধ্যে মাও-অধ্যুষিত বাস্তার জেলাতেও ভোট রয়েছে।এদিন মিজোরাম ও ছত্তীসগঢ়ে রেকর্ড সংখ্যক ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছত্তিশগড় ও মিজোরামের প্রাপ্তবয়স্ক সকল নাগরিককে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভোটের ফল প্রকাশিত হবে, আগামী ৩ ডিসেম্বর।
এদিকে, ভোটগ্রহণ পর্বের শুরুতেই আইইডি বিস্ফোরণে কেঁপে ওঠে ছত্তিশগড়। সুকমা জেলায় সেনা ক্যাম্প থেকে এলমাগুন্ডা গ্রামে বুথে যাওয়ার পথেই আইইডি বিস্ফোরণ ঘটে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন কর্মরত এক সিআরপিএফ জওয়ান। মাওবাদীরা মাটির নীচে আইইডি পুঁতে রেখেছিল বলে সেনার তরফে জানানো হয়েছে। অন্যদিকে, এবার প্রথমবার রূপান্তরকামীদের জন্য বড় পদক্ষেপ করেছে কানকের জেলা প্রশাসন।