খেলাধুলা ব্রেকিং নিউজ

ঘরের মাঠে পয়েন্ট নষ্ট করল চেলসি

ঘরের মাঠে চেলসি পয়েন্ট নষ্ট করল। পয়েন্ট নষ্ট হল ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে। রবিবার স্টামফোর্ড ব্রিজে প্রিমিয়ার লিগের খেলায় ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হয় চেলসি। সেই ম্যাচ ১-১ গোলে ড্র হয়। প্রথমার্ধে নিকোলাস জ্যাকসনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে এবেরেচি এজের গোলে সমতায় ফেরে সফরকারীরা। ক্রিস্টাল প্যালেসের গোলে মোট ১৩টি শট নেয় চেলসি। তার মধ্যে ৭টি লক্ষ্যে রেখে একটি গোল পেয়েছে তারা। অন্যদিকে সফরকারীরা গোলে ৯টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রেখে একটি গোল পেয়েছে।

এদিন আধিপত্য বিস্তার করেই খেলে চেলসি। আক্রমণও করে প্রচুর। কিন্তু অ্যাটাকিং থার্ডে গিয়ে বেশিরভাগ আক্রমণ খেই হারিয়ে ফেলেছে। এর ওপর নিকোলাস জ্যাকসন, পেদ্রো নেতোরা সুযোগ নষ্ট করেছে একের পর এক।

এই ড্রয়ে এবারের লিগে প্রথম পয়েন্টের দেখা পেল ক্রিস্টাল প্যালেস। আগের দুটি ম্যাচেই হেরেছে তারা। ৩ ম্যাচে ১ ড্র ও ২ হারে ১ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে আছে দলটি। আর এই ম্যাচ ড্র করায় চেলসি ৩ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে রয়েছে।