জেলা

মোবাইল অ্যাপের মধ্য দিয়ে প্রতারণার ছক

মোবাইল অ্যাপের মধ্য দিয়ে প্রতারণার ছকে পা দিয়ে প্রতারিত হয়েছেন বহু মানুষ। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার অধীনস্থ আমতলার এলাকার ১২০০ জন এবং জেলায় ৮ হাজার মানুষ প্রতারিত হয়েছে। ইনটারগ্রাফইন কোম্পানির নামে একটি মোবাইল অ্যাপের মাধ্যমে ।

যারা প্রতারিত হয়েছে তারা জানাচ্ছেন যে মোবাইলের প্লেস্টোরে গিয়ে এই অ্যাপটি পাওয়া যাবে না,এটি কারো লিঙ্ক আপ থাকলে সে যদি কাউকে শেয়ার করে তারপর লিঙ্কে গিয়ে ক্লিক করলে অ্যাপটি খুলে যাবে। এখানে প্রথমে ছোট অঙ্কের টাকা জমা করতে বলা হচ্ছে যেমন 980 টাকা দিয়ে জয়েন্ট করতে হবে। তারপর হাজার, 5 হাজার 10 হাজার। প্রথমে ছোট অঙ্কের টাকা দিয়ে প্রলোভন ও পরে বড় অঙ্কের টাকা জমা করতে বলা হচ্ছে । ফোন পে, গুগোল পে, হোয়াটসঅ্যাপ পে এর মাধ্যমে টাকা দিতে বলা হয়।

এই ভাবে সংশ্লিষ্ট কোম্পানির নাম ভাঙিয়ে মানুষকে প্রভাবিত করতে থাকে প্রতারকেরা, প্রতারিতরা জানায় যে ঠিক ভাবে বেশ কয়েক মাস চলছিল কিন্তু 2021 শের ডিসেম্বর মাসে 30 তারিখ থেকে সমস্যা শুরু তার পর জানতে পারেন যে এটি ভুয়ো। এই অ্যাপটি যারা দক্ষিণ 24 পরগনার জেলায় নিয়ে আসে সরুফ সুন্দর সুইটিয়া ও সঙ্কর প্রসাদ মাইতি নামে দুই ব্যক্তি। বাড়ি বৈকুন্ঠপুর গ্রাম। যাদের বাড়ি কাকদ্বীপ থানার অধীনস্থ এলাকায়, এই প্রতারণার পরের অন্য একটি কোম্পানির নাম ভাঙিয়ে প্রতারণার জ্বাল পাতছে ।

বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রতারিতরা পুলিশ জানিয়েছে, তাদেরকে ডায়মন্ড হারবার জেলা পুলিশের সাইবার ক্রাইম যোগাযোগ করার জন্য এরপর প্রতারিত মানুষ জন সাইবার ক্রাইম দ্বারস্থ হয়েছে ।