জেলা

চার্জশিট পেশ করল এনআইএ

পাকিস্তানে লুকিয়ে থাকা লস্কর জঙ্গি বিলাল দুরানি শিয়ালকোটে বসে অনলাইনের মাধ্যমে ভারত বিরোধী কাজকর্ম চালিয়ে যাচ্ছে। তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত বাদুড়িয়া থেকে ধৃত লস্করের মহিলা জঙ্গি তানিয়া পারভিন। বর্তমানে পাকিস্তানে থাকা বিলালকে ‘পলাতক’ দেখিয়ে নগর দায়রা আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে তদন্তকারী সংস্থা এনআইএ। তার সঙ্গে কাশ্মীরে থাকা লস্কর জঙ্গি আলতাফের নাম রয়েছে চার্জশিটে। সকলের বিরুদ্ধে দেশদ্রোহিতা, ষড়যন্ত্র, ইউএপিএ সহ একাধিক ধারায় চার্জশিট দেওয়া হয়েছে।

২০২০ সালের মার্চ মাসে বাদুড়িয়া থেকে রাজ্য পুলিসের এসটিএফের হাতে ধরা পড়ে লস্কর জঙ্গি তানিয়া পারভিন। পরে এই ঘটনার তদন্তভার হাতে নেয় এনআইএ। চার্জশিটে তারা জানিয়েছে, তানিয়া সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কাশ্মীর ও পাকিস্তানের লস্কর জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখত। তানিয়ার কাজ ছিল সংগঠনে নতুন সদস্যদের নিয়োগ করা।

সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে তাদের মগজ ধোলাই করত সে। নিজেদের মধ্যে যোগাযোগ ও তথ্য আদানপ্রদানের জন্যই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে গ্রুপ খুলেছিল তারা। চার্জশিটে বলা হয়েছে, এই গ্রুপের অ্যাডমিন পাকিস্তানে থাকা লস্করের অন্যতম মাথা বিলাল ও কাশ্মীরের আলতাফ আহমেদ রাদার। আলতাফের সঙ্গে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেই পরিচয় হয় তানিয়ার। তানিয়ার মগজ ধোলাই করে আলতাফ। এরপর লস্করের হয়ে কাজ শুরু করে তানিয়া। আলতাফই তার সঙ্গে বিলালের পরিচয় করিয়ে দেয় বলে চার্জশিটে জানিয়েছে এনআইএ। বিলাল পাকিস্তানে বসে কাশ্মীরে জঙ্গি কার্যকলাপে মদত দিচ্ছে। সে ভারত বিরোধী কাজকর্ম চালানোর জন্য তরুণ-তরুণী নিয়োগ করছে বলে এনআইএ’র তরফে জানানো হয়েছে।