বাংলায় একাধিক জায়গায় লোকসভা নির্বাচনের প্রচার করছেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। মঙ্গলবার বিজেপি’র তারকা প্রচারক মিঠুন চক্রবর্তীর রোড-শো ঘিরে তুলকালাম পরিস্থিতি মেদিনীপুরে। মহাগুরুকে লক্ষ্য করে জুতো-ইট-বোতল ছোঁড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
আগামী শনিবার ষষ্ঠ দফায় ভোট মেদিনীপুর কেন্দ্রে৷ তার আগে মঙ্গলবার সকালে আসানসোলের বিধায়ক তথা মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে রোড-শো করেন মিঠুন৷ সেই সময়ই বিরোধীদের আক্রমণের শিকার হন মহাগুরু। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পরিস্থিতি আরও বেগতিক হয়ে উঠলে থামিয়ে দেওয়া হয় মিঠুনের রোড শোয়ের গাড়ি। তবে ঘটনায় মিঠুন কিংবা কারও কোনও আঘাত লাগেনি। দুই পক্ষকে সরিয়ে দেয় পুলিশ। কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।