বহু দিন পরে পুরনো ছন্দে ফিরেছে স্কুলগুলি। দীর্ঘদিন পর স্কুলে আসতে পেরে খুশি পড়ুয়ারাও। অনলাইন ক্লাস ছেড়ে স্কুলে গিয়ে ক্লাসরুমে শিক্ষকের সামনে বসে ক্লাস করছে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা। এরই মধ্যে স্কুল খুলতে না খুলতেই বদলানো হচ্ছে ক্লাস শুরু ও শেষের সময়।
রবিবার মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকা য় বলা হয়েছে, কোভিড বিধির কথা মাথায় রেখে বদল করা হচ্ছে ক্লাসের সময়। এবার থেকে দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস হবে সোম, বুধ ও শুক্রবার। নবম ও একাদশ শ্রেণির পড়ুয়াদের ক্লাস হবে মঙ্গল ও বৃহস্পতিবার। শনিবার বন্ধ থাকবে স্কুল। চারটি শ্রেণিরই ক্লাস শুরু হবে সকাল ১০ টা বেজে ৫০ মিনিটে। শেষ হবে সাড়ে চারটেয়। তবে দার্জিলিং ও কালিম্পংয়ের স্কুলগুলিতে ক্লাস শুরুর সময় বদলাচ্ছে না।
প্রসঙ্গত, করোনা সংক্রমণ যাতে না ছড়ায়, সে জন্য সমস্ত স্কুলকে বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে। স্কুলে রাখতে হবে আইসোলেশন ঘর, নিয়মিত করতে হবে স্যানিটাইজেশন, এছাড়াও তাপমাত্রা পরীক্ষার ব্যবস্থা রাখতে হবে। ক্লাস রুমের পরিবর্তন করা হয়েছে,পড়ুয়াদের আসনসংখ্যা অর্ধেক করে দেওয়া হয়েছে, দুরত্ব বিধি বজায় রাখার জন্য এই পদ্ধতি অবলম্বন করেছে প্রায় সব স্কুলগুলি।
একটানা দীর্ঘ দিন বন্ধ থাকার পর চলতি মাসের ১৬ তারিখ খুলেছে রাজ্যের স্কুল। সোমবার থেকে শনিবার পর্যন্ত খোলা রাখা হচ্ছিল স্কুল। কিন্তু করোনা সংক্রমণ যাতে না ছড়ায় সেই কারণে আবার ও বদলানো হল স্কুল এর সময়সীমা।