হোম আইসোলেনশনের নিয়ম বদল করল রাজ্য স্বাস্থ্য দফতর। রাজ্যের নতুন নির্দেশিকায় বলা হয়েছে,
• টানা তিন দিন জ্বর না এলে ৭ দিনেই আইসোলেশন শেষ। • ৭ দিন আইসোলেশনের পর উপসর্গহীনদের দ্বিতীয়বার করোনা পরীক্ষা করাতে হবে না
• মৃদু উপসর্গ ছাড়াও যাদের কোমর্বিডিটি রয়েছে, তাদের ক্ষেত্রে অক্সিজেনের সাহায্য ছাড়া পরপর ৩ দিন স্যাচুরেশনের মাত্রা ৯৩ শতাংশের বেশি হলে ৭ দিন পরই শেষ হয়ে যাবে আইসোলেশন।
• যে সমস্ত করোনা রোগীদের অক্সিজেনের সাহায্য প্রয়োজন, তাদের আইসোলেশন কবে শেষ হবে, তা ঠিক করবেন চিকিৎসকরা
সম্প্রতি, করোনা আক্রান্তদের হোম আইসোলেশনের নিয়ম বদল করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সেই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে,
• হোম আইসোলেশনের সময় ১৪ দিনের পরিবর্তে ৭ দিন।
• রিপোর্ট পজিটিভ আসার পর থেকে ৭ দিন আইসোলেশনে থাকতে হবে। টানা তিনদিন জ্বর না এলে ৭ দিনেই আইসোলেশন শেষ।
• নতুন নির্দেশিকায় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ৭ দিন আইসোলেশনের পর উপসর্গহীনদের আর দ্বিতীয়বার পরীক্ষাও করাতে হবে না।
• কিন্তু মাস্ক পরার অভ্যেস বজায় রাখতে হবে।
• আক্রান্তদের সংস্পর্শে আসা উপসর্গহীনদের কোভিড টেস্ট করাতে হবে না।
• আইসোলেশনে থেকে শরীর ও স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে।
রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ ২৪ হাজার পেরলো। কলকাতায় দৈনিক সংক্রমণ ৮ হাজার পার! উত্তর ২৪ পরগনাতেও গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ হাজারের বেশি মানুষ। দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা দেড় লক্ষের বেশি। পাশাপাশি গোটা দেশে একদিনে সাড়ে পাঁচশোর বেশি ওমিক্রন আক্রান্তের খবর পাওয়া গিয়েছে।