উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্রের ধরন পরিবর্তনের কথা ঘোষণা করল সংসদ।
মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, ২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় একটি মাত্র প্রশ্নপত্র হবে এবং সেই প্রশ্নপত্রের ভিত্তিতে উত্তর লেখার জন্য থাকবে একটিই উত্তরপত্র। এদিন প্রকাশ করা হয়েছে সংসদের বার্ষিক কার্যবিবরণীও । ২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ। চলবে ২৭ মার্চ পর্যন্ত। ১০ জুনের মধ্যে প্রকাশ করা হবে ২০২৩ সালের উচ্চমাধ্যমিকের ফলাফল।
এবারে প্রশ্নপত্রের মধ্যে কোনও উত্তর লেখার প্রয়োজন পড়বে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে। উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র সম্পর্কে ছাত্রছাত্রী, পরীক্ষক ও প্রধান পরীক্ষকদের মতামত ও পরামর্শকে মান্যতা দিয়েই সংসদ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংসদ।
উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র দু’টি ভাগে হত। পার্ট-এ ও পার্ট-বি। পার্ট-এর জন্য আলাদা প্রশ্নপত্র দেওয়া হত। যার উত্তর লিখতে হত পৃথক সাদা উত্তরপত্রে। পার্ট-বি তে প্রশ্নপত্রের মধ্যেই উত্তর লিখতে হত। এতে থাকত এমসিকিউ, এসএকিউ-ধর্মী প্রশ্ন। পরীক্ষা শেষে পার্ট-এর সাদা উত্তরপত্র ও পার্ট-বির প্রশ্ন উত্তর পত্র একসঙ্গে সেলাই করে জুড়ে দিতে হত পরীক্ষার্থীদের। নতুন ব্যবস্থায় উচ্চমাধ্যমিকেও একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার মতো থাকছে একটিই প্রশ্নপত্র ও একটিই উত্তরপত্র।