বৃহস্পতিবার সকাল থেকেই শহর কলকাতার আকাশ মেঘলা। সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আংশিক মেঘলা থাকবে আকাশ। বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। যদিও বেশকিছু জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। আগামী চার থেকে পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির আবহে শীতের আমেজ থাকবে।
এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াস থাকবে। বলছে, কলকাতায় শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
গত সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। রবিবার থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে। প্রায় সমস্ত জেলার তাপমাত্রাই ১৩ ডিগ্রি সেলসিয়াসের নীচে।বৃহস্পতিবার সকাল থেকেই কুয়াশার চাদরে ঢেকেছে তিলোত্তমা। যদিও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা বাড়বে। ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টিপাত অপেক্ষাকৃত বেশি থাকবে। ২৫ জানুয়ারি বৃষ্টির প্রভাব কমবে।
শুধুমাত্র পূর্ব-পশ্চিম মেদিনীপুরের হালকা বৃষ্টিপাত হতে পারে। হেমন্তের হিমেল হাওয়ায় অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, বর্ধমানে আকাশ মেঘলাই থাকবে। দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টিপাত চলবে। উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই থাকবে ঘন কুয়াশার দাপট থাকবে।