রাজ্য লিড নিউজ

Chandrayaan 3: চন্দ্রযান ৩ -এর সফল অভিযানে শরিক জলপাইগুড়ির কৌশিক, শহর জুড়ে খুশির হাওয়া

এক ঝাঁক মহাকাশ বিজ্ঞানীদের প্রচেষ্টায় নির্ধারিত সময়ের আগেই চাঁদের দক্ষিণ মেরু স্পর্শ করে ফেলল ভারতের চন্দ্রযান-৩। ইসরো (ISRO) টুইট করেছে দেশবাসীকে জানিয়েছে, চন্দ্রযান-৩ মিশন তার গন্তব্যে পৌঁছেছে। সফল হয়েছে চন্দ্রযান-৩। চাঁদে সফল অবতরণের জন্য ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের এবং সমগ্র দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইসরো (ISRO-)র বিজ্ঞানীদের শুভেচ্ছা জানাতে গিয়ে এদিন সুদূর আফ্রিকা থেকে প্রধানমন্ত্রী বলেন, “এরকম ইতিহাস তৈরি দেখতে পারলে জীবন ধন্য হয়ে যায়।”

এই বিজ্ঞানীদের মাঝে রয়েছে বাঙালি মুখ। যাদের জন্য বিশ্ব সভায় ভারত নিজের মুখ উজ্জ্বল করল তাঁদের একজন কৌশিক নাগ। জলপাইগুড়ির কৌশিক নাগ তাঁদের একজন যে মহাকাশ বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমের সৌজন্যে ভারতের প্রতিটি মানুষের মুখে আনন্দের হাসি ও বুকে গৌরব।জলপাইগুড়িতে তরুণ মহাকাশ বিজ্ঞানী কৌশিক নাগের বাড়িতেও উৎসবের ছোঁয়া।

জলপাইগুড়ির বাসিন্দারা ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের সাফল্যে খুশি। আর এই খুশি আর গৌরব বাঁধভাঙা হয়ে উঠেছে ২৯ বছরের এক অল্প বয়সী বিজ্ঞানীর জন্য। জলপাইগুড়ির ১৯ নম্বর ওয়ার্ডের নাগ পরিবারের সন্তান কৌশিক নাগ।

দেশের প্রতিটি মানুষের মত আনন্দ উপচে পড়ছে জলপাইগুড়ির মানুষদেরও। যে মহাকাশ বিজ্ঞানীরা এই আনন্দে ভারতকে শরিক করেছেন তাঁদের মধ্যে একজন তাঁদের ঘরের ছেলে কৌশিক নাগ আর তাই জলপাইগুড়িতে আনন্দ যেন বাড়তি মাত্রা পেয়েছে।