দেশ বিজ্ঞান-প্রযুক্তি লিড নিউজ

চাঁদের দেশে পাড়ি দিতে প্রস্তুত চন্দ্রযান – ৩, শুরু কাউন্ট ডাউন

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই ইতিহাস গড়ে চাঁদের উদ্দেশে রওনা দেবে চন্দ্রযান-৩। শুক্রবার দুপুর ২টো ৩৫ মিনিটে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেবে চন্দ্রযান-৩। সবকিছু ঠিক থাকলে অগাস্টের তৃতীয় সপ্তাহ অর্থাৎ ২৩ বা ২৪ অগাস্টে চন্দ্রপৃষ্ঠে অবতরণের কথা চন্দ্রযান-৩-এর।

এই চন্দ্রযানটি তৈরি করতে জন্য খরচ হচ্ছে মোট ৬১৫ কোটি টাকা। এই মিশনটি শুধুমাত্র যে ভারতের জন্য গুরুত্বপূর্ণ তা নয়। এর ওপর নজর আছে গোটা বিশ্বের বৈজ্ঞানিক সংস্থাগুলির। বিজ্ঞানীদের মতে এটি বেশি তথ্য পাঠাতে পারবে তাই আগের অভিযানগুলি থেকে পাওয়া তথ্য এবং এই অভিযানের তথ্য পরবর্তী গবেষণার ক্ষেত্রে অনেকটাই সাহায্য করবে। এই মিশনের গুরুত্বপূর্ণ সংযোজন হল শেপ প্রযুক্তি। যা চাঁদের কক্ষপথ থেকে পৃথিবীর ছবি ও অন্যান্য মূল্যবান তথ্য সরবরাহ করবে বিজ্ঞানীদের। যা আগামীদিনে গবেষণার ক্ষেত্রে অনেকটাই সাহায্য করবে বলে মত তাদের।

আগে ইসরোর তরফ থেকে জানানও হয় চলতি বছরে ১৩ জুন যানটি পাড়ি দেবে। কিন্তু নতুন পাওয়া তথ্য অনুযায়ী ১৪ জুলাই এই যানটি চন্দ্রে পাড়ি দিতে পারে। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রের সবচেয়ে ভারী লঞ্চ ভেহিকেল থেকে শুক্রবার দুপুর ২.৩৫ মিনিটে চন্দ্রযান-৩ রওনা দেওয়ার কথা । স্বপ্ন পূরণের আশায় দিন গুনছেন তারা