দেশ লিড নিউজ

অবতরণের চূড়ান্ত পর্যায়ে চন্দ্রযান-৩, বুধবার সন্ধ্যাতেই চাঁদে পা

দীর্ঘ পথ অতিক্রমের পর এবার ল্যান্ডিংয়ের অপেক্ষা ইসরোর চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম। বুধবার, ২৩ আগস্ট, সন্ধ্যে ৬.০৪ মিনিটে চন্দ্রপৃষ্ঠের অন্ধকারাচ্ছন্ন দক্ষিণ মেরুতে অবতরন করার কথা বিক্রমের। অন্তিম সময়ের সমস্ত কাজ নির্বিঘ্নেই সম্পন্ন করতে চাইছে ইসরো। চাঁদের কক্ষপথে ঢুকে পড়েছিল আগেই। সফল ভাবে চন্দ্রযান-৩ থেকে রোভার প্রজ্ঞানকে নিয়ে নিষ্ক্রমণ ঘটেছে ল্যান্ডার বিক্রমেরও। এই পরিস্থিতিতে চার বছর আগে চন্দ্রযান-২-এর ব্যর্থ অভিযানে ব্যবহৃত অরবিটরের সঙ্গেও সংযোগ স্থাপন করে ফেলেছে চন্দ্রযান-৩।

২০১৯ সালের ৬ সেপ্টেম্বর ল্যান্ডার ‘বিক্রম’-কে চাঁদের পিঠে নামাতে গিয়ে ব্যর্থ হয়েছিল ইসরো-র চন্দ্রযান-২ মহাকাশযান। সেই অভিযানে পাঠানো অরবিটরটি এখনও চাঁদকে প্রদক্ষিণ করে চলেছে। তাই এ বারের অভিযানে ইসরো আর কোনও অরবিটার পাঠায়নি চাঁদের কক্ষপথে। চাঁদের মাটিতে নামতে কক্ষপথে থাকা চন্দ্রযান-২ এর অরবিটারেরই সাহায্য নেবে এ বার চন্দ্রযান-৩ এর সঙ্গে যাওয়া ল্যান্ডার আর তার ভিতরে থাকা রোভার।

চাঁদের মাটিতে নেমে গবেষণা চালাবে দু’সপ্তাহ। ইসরো জানিয়েছে, তাঁদের ওয়েবসাইট, ইসরোর নিজস্ব ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ডিডি ন্যাশনালে বুধবার বিকেল ৫.২৭ মিনিট থেকে দেশবাসী ঐতিহাসিক চন্দ্রাভিযান সরাসরি দেখতে পাবেন।