দেশ লিড নিউজ

পুরীতে জগন্নাথদেবের চন্দন যাত্রায় ভয়াবহ বাজি বিস্ফোরণ

রথযাত্রার আগে পুরীতে জগন্নাথদেবের চন্দন যাত্রায় ভয়াবহ বাজি বিস্ফোরণ। মর্মান্তিক এই দুর্ঘটনায় ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতদের মধ্যে শিশুও রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। আগুনে ঝলসে যান কমপক্ষে ৩০ জন পুণ্যার্থী। আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে। তাঁদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, বুধবার জগন্নাথদেবের চন্দন যাত্রার জন্য ভক্তরা সকলে নরেন্দ্র পুষ্করিনী সরোবরে জমায়েত করেছিলেন। ভক্তদের মধ্যে কয়েকজন আতশবাজি ফাটাচ্ছিলেন। সেখান থেকেই বাজির উপর এসে পড়ে আগুনের ফুলকি। মুহূর্তের মধ্যে শুরু হয় বিস্ফোরণ। ঘটনাস্থলে উপস্থিত ভক্তরা অগ্নিদগ্ধ হন। আগুনে ঝলসে মৃত্যু হয় ৩ জনের। অনেকেই নিজেদের প্রাণ রক্ষার্থে সরোবরে ঝাঁপ দেন।

মুখ্যমন্ত্রীর দফতর থেকে আহতদের দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আহতদের চিকিৎসার খরচ ওড়িশার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মেটানো হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ও কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।