শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুব্রত সামন্ত রায় ও চন্দন মন্ডল ওরফে সৎ রঞ্জনকে কোর্ট লক আপে নিয়ে আসা হল। স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম ও একাদশ-দ্বাদশের মামলায় তাঁদের গ্রেফতার করা হয়।এর আগে কুন্তল ঘোষকে জেরা করে একের পর এক তথ্য সামনে আসে। এরপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিয়োগ দুর্নীতির মামলায় একই দিনে মোট ৬ জনকে গ্রেফতার করে। শুক্রবার যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁদের মধ্যে একজন বাগদার বাসিন্দা চন্দন মণ্ডল। বাকিরা এই দুর্নীতিতে এজেন্ট হিসেবে কাজ করতেন বলে অভিযোগ। রঞ্জন ও সুব্রতকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই প্রেক্ষিতে আজ মঙ্গলবার তাদের আদালতে পেশ করা হয়।
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় টানা জিজ্ঞাসাবাদের পর তাপস মণ্ডলকে গ্রেফতার করা হয়। একইসঙ্গে নিয়োগ দুর্নীতি মামলার আরেক এজেন্ট, যাঁর নাম বারবার কুন্তল ঘোষের মুখে শোনা গিয়েছে, সেই নীলাদ্রি ঘোষকেও গ্রেফতার করা হয়। নিয়োগ দুর্নীতি মামলায় নিঃসন্দেহে এই গ্রেফতারি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।