আবহাওয়া ব্রেকিং নিউজ রাজ্য

শীত বিদায় পর্বে তিলোত্তমায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা!

ফের বঙ্গে বৃষ্টিপাতের ভ্রুকুটি। সপ্তাহান্তে বঙ্গে আবহাওয়ার আমুল পরিবর্তন ঘটবে। রবি ও সোমবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই। সেইসঙ্গে ৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া।

এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বিহার ও সংলগ্ন এলাকায়। এছাড়াও পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে উত্তর ও পশ্চিম ভারতে। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে সপ্তাহান্তে বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা।

কলকাতায় শীতের বিদায় পর্বের মধ্যে ফের বৃষ্টি। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে নিম্নমুখী। রবিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়তে পারে বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। এছাড়াও কলকাতা সহ দক্ষিণবঙ্গের পশ্চিমের ও উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার কলকাতার আবহাওয়া শুষ্ক থাকবে। রবি ও সোমবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা তিলোত্তমায়। আপাতত পরিষ্কার থাকবে আকাশ। তবে, ভ্যাপসা গরমে বাড়বে ভোগান্তি। উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় অবস্থান করেছে পশ্চিমী ঝঞ্ঝা। রবিবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। বুধবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে।

এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২২.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে। শনিবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় সর্বাধিক ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে। শনিবার দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হালকা বৃষ্টি হতে পারে।